Aajker Rashifal বছরের সবচেয়ে ছোট দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, কার ভাগ্যে শুভ সময়?

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Aajker Rashifal: আজ রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫। বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ পৌষ শুক্লা প্রতিপদ তিথি। সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে, এরপর শুরু হবে শুক্লা দ্বিতীয়ার প্রভাব। আজকের দিনে বৃদ্ধি যোগধ্রুব যোগ একসঙ্গে থাকায় অনেক রাশির জন্য বিশেষ শুভ ইঙ্গিত মিলছে।

আজ চাঁদ ও সূর্য—দু’টিই ধনু রাশিতে অবস্থান করছে। নক্ষত্র হিসেবে থাকছে পূর্ব আষাঢ়াউত্তর আষাঢ়া। আজ সূর্যদেবের দিন, ফলে কর্ম, সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গ্রহের প্রভাব বেশি থাকবে। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১২ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৪টা ৫৭ মিনিটে—এটাই বছরের সবচেয়ে ছোট দিন।

এই বিশেষ যোগের প্রভাবে কিছু রাশির জীবনে সাফল্য আসবে, আবার কয়েকটি রাশিকে সতর্ক থাকতে হবে। দেখে নিন আজকের বিস্তারিত দৈনিক রাশিফল।

Advertisements

মেষ রাশি

আজ সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তবে অর্থ সঞ্চয়ের সুযোগ পাবেন। উচ্চশিক্ষায় সামান্য বাধা এলেও অবিবাহিতদের বিয়ের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। গত কয়েক দিনের আর্থিক চাপ কিছুটা কমবে। কমিশন বা প্রণোদনাভিত্তিক কাজে লাভ বাড়ার যোগ রয়েছে।

বৃষ রাশি

আজ ভুল সিদ্ধান্তের কারণে পাওনা টাকা পেতে দেরি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে বদলি বা দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উচ্চপদে কাজের সুযোগ আসতে পারে, তবে বিয়ের বিষয়ে সামান্য বাধা দেখা দিতে পারে।

মিথুন রাশি

আজ কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে চাপ কম থাকবে। অংশীদারি ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে, তবে পরিবহণ বা যোগাযোগ সংক্রান্ত ব্যবসা লাভজনক হবে। জলবাহিত রোগে ভোগার আশঙ্কা রয়েছে। দূরপাল্লার যাত্রায় সতর্ক থাকা জরুরি।

Advertisements

কর্কট রাশি

আজ বৈদেশিক ও আন্তঃরাজ্য ব্যবসায় লাভের যোগ রয়েছে। পারিবারিক বিবাদ থেকে নিজেকে দূরে রাখাই ভালো। অন্যের ওপর নির্ভর করলে সম্মানহানির আশঙ্কা আছে। ত্বকের সমস্যায় ভুগতে পারেন। গৃহঋণ মঞ্জুর হতে পারে এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত সামনে আসতে পারে।

সিংহ রাশি

স্বাস্থ্য নিয়ে কোনও অস্বস্তি হলে অবহেলা করবেন না। ঋণ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলাই শ্রেয়। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। পড়াশোনায় মনোযোগ কমবে। ঠান্ডা, কাশি বা সর্দির সমস্যা দেখা দিতে পারে।

কন্যা রাশি

দায়িত্ব পালন বা সমাজসেবার কারণে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। পুরনো রোগের উপশম হলেও চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়ার যোগ রয়েছে। চাকরিতে বদলির সম্ভাবনা প্রবল। কোনও সহৃদয় ব্যক্তির সাহায্যে আর্থিক লাভ হতে পারে।

Advertisements

তুলা রাশি

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন। স্বাস্থ্যজনিত ভোগান্তি হতে পারে। বৃত্তিমূলক পরীক্ষায় সাফল্য মিলবে। অহেতুক তর্কে জড়িয়ে পড়লে সুনাম ক্ষুণ্ণ হতে পারে।

বৃশ্চিক রাশি

আজ কাজের চাপ বাড়লেও বহুদিনের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ কোনও উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। নিজের কাজ সময়মতো শেষ করতে পারবেন।

ধনু রাশি

দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে আজ ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পত্তি পাওয়ার যোগ আছে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। গলার সমস্যায় ভুগতে পারেন।

Advertisements

মকর রাশি

Advertisements
Call Advertisement Banner

আজ ছোটখাটো অস্ত্রোপচার বা রক্তপাতের যোগ রয়েছে। আইনি বিষয়ে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আদায় হতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। কোনও প্রলোভনে পা দেওয়া থেকে সাবধান থাকুন।

কুম্ভ রাশি

আজ বাড়ি নির্মাণ সংক্রান্ত কাজ শুরু হতে পারে। চিকিৎসা খাতে ব্যয় বাড়বে। বিয়ের বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। অংশীদারি ব্যবসায় আইনি জটিলতার আশঙ্কা রয়েছে।

মীন রাশি

নিজের দুর্বলতা প্রকাশ করলে সমস্যায় পড়তে পারেন। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। ঋণ পরিশোধে চাপ বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে

Advertisements

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

পাঁশকুড়ায় আইসিডিএস স্কুলে খিচুড়িতে মরা টিকটিকি! খেয়ে অসুস্থ ১১...

Panskura News, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আইসিডিএস কেন্দ্রের গাফিলতিতে গুরুতর...

নতুন বছরেও কাটল না বকেয়া ডিএ জট! রাজ্যপালকে চিঠি,...

DA News নতুন বছর শুরু হলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের...

ডেবরায় ভয়াবহ পথদুর্ঘটনা! গাছের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত ৩

Debra News; ফের বেপরোয়া গতির মাশুল দিতে হল প্রাণের...

Kia Seltos 2026 India Launch Today: নতুন ডিজাইন, ADAS...

Kia তাদের জনপ্রিয় মিড-সাইজ SUV–এর নতুন জেনারেশন হিসেবে আনতে...

কেন্দ্রের সিগারেটের ওপর GST বৃদ্ধির ঘোষণায় ITC শেয়ার বড়...

ITC: নতুন বছরের প্রথম কার্যদিবসেই শেয়ার বাজারে বড় চমক।...

ITC শেয়ার নিয়ে হুড়োহুড়ি! গুগলে সার্চ বেড়েই চলেছে, কী...

itc share price বাজার খোলার পর থেকেই ITC–র শেয়ার...
ই-পেপাররাশিফল
Live TV
চাকরিআবহাওয়া