ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে এখন আর অফিসে দৌড়ঝাঁপ করতে হবে না। মাত্র কয়েক মিনিটেই মোবাইল থেকে ই-রেশন কার্ড ডাউনলোড করা সম্ভব। সরকারি সুবিধা যেমন ভর্তুকি চাল-ডাল নেওয়া বা পরিচয় প্রমাণ হিসেবে এটি সমান কার্যকর। যদি ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে চান ? তাহলে মোবাইল দিয়ে ঘরে বসেই ই-রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করার জন্য কী কী লাগবে?
ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে মাত্র দুটি জিনিস প্রয়োজন:
১) রেশন কার্ড নম্বর – এটি ৮ সংখ্যার ইউনিক নম্বর। পুরনো রেশন কার্ড, এসএমএস বা অনলাইন স্ট্যাটাস থেকে পাওয়া যাবে।
২) লিঙ্ক করা মোবাইল নম্বর – রেশন কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে OTP যাবে, তাই মোবাইলটি অ্যাকটিভ থাকতে হবে।
মোবাইল থেকে কীভাবে ডাউনলোড করবেন?
১. প্রথমে যান অফিসিয়াল ওয়েবসাইটে food.wb.gov.in
২. হোমপেজে নিচে Special Service ➡️ e-Ration Card অপশনে ক্লিক করুন।
৩. এরপর Click To Download e-Ration Card সিলেক্ট করুন।
৪. রেশন কার্ড নম্বর লিখে ক্যাপচা কোড দিন এবং Search ক্লিক করুন।
৫. আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম ও যুক্ত আধার নম্বর দেখাবে।
৬. লিঙ্ক থাকা মোবাইল নম্বরে OTP পাঠাতে Send OTP ক্লিক করুন।
৭. প্রাপ্ত ৪ সংখ্যার OTP দিয়ে Verify করুন।
৮. এবার প্রতিটি সদস্যের নামের পাশে Download অপশন পাবেন।
৯. যেই সদস্যের কার্ড ডাউনলোড করতে চান তার নামের পাশে ক্লিক করুন।
১০. আপনার মোবাইলে PDF ফাইল সেভ হয়ে যাবে, এটিই ডিজিটাল রেশন কার্ড।