ভারতের প্রতিটি নাগরিকের জন্য PAN Card এখন অত্যন্ত জরুরি একটি নথি। আয়কর রিটার্ন দাখিল থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়া বা ক্রেডিট কার্ড ব্যবহার—সব ক্ষেত্রেই প্রয়োজন হয় এই পরিচয়পত্র। কিন্তু যদি প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়? এখন আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না, মাত্র কয়েক মিনিটেই ঘরে বসে তৈরি করা যাবে ডুপ্লিকেট PAN Card বা e-PAN।
এক ক্লিকে সব খবর Join
এক ক্লিকে সব খবরJoin
এক ক্লিকে সব খবর, সবার আগে Join
সরকারের অনুমোদিত দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্যান কার্ড বানানো সম্ভব: ১) NSDL ২) UTIITSL থেকে।
NSDL থেকে ডুপ্লিকেট PAN Card বানানোর ধাপ
- NSDL ওয়েবসাইটে যান
- “Reprint PAN Card” বা “Download e-PAN” অপশন বেছে নিন
- PAN নম্বর, আধার নম্বর এবং জন্মতারিখ লিখে ফর্ম পূরণ করুন
- ক্যাপচা দিয়ে Submit করুন
- রেজিস্টার্ড মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফিকেশন করুন
- ফি (₹৫০–১০০) UPI/ডেবিট/ক্রেডিট কার্ড/Net Banking দিয়ে দিন
- সঙ্গে সঙ্গেই e-PAN আপনার ইমেলে পৌঁছে যাবে (PDF ফরম্যাটে)
UTIITSL থেকে ডুপ্লিকেট PAN Card বানানোর ধাপ
- UTIITSL ওয়েবসাইটে যান
- “PAN Card Services” এ গিয়ে “Reprint PAN Card” সিলেক্ট করুন
- PAN নম্বর, আধার নম্বর এবং জন্মতারিখ লিখুন
- OTP দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন
- অনলাইনে ₹৫০–১০০ ফি জমা দিন
- সঙ্গে সঙ্গে e-PAN ডাউনলোড করতে পারবেন
- চাইলে হার্ড কপি অর্ডার করতে পারবেন, যা Speed Post-এ ৭–১৫ দিনের মধ্যে পৌঁছে যাবে
প্যান কার্ড এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- PAN নম্বর
- আধার কার্ড (PAN-এর সঙ্গে লিঙ্ক থাকতে হবে)
- জন্মতারিখ প্রমাণপত্র
- রেজিস্টার্ড মোবাইল নম্বর (OTP-এর জন্য)
- অনলাইন পেমেন্টের ব্যবস্থা (UPI/কার্ড/Net Banking)
পরিষেবা | চার্জ (₹) | ডেলিভারি সময় |
---|---|---|
e-PAN (PDF ডাউনলোড) | ₹৫০ + GST | সঙ্গে সঙ্গে ইমেলে |
Hard Copy PAN Card | ₹১০১ (GST+পোস্টাল) | ৭–১৫ দিনে Speed Post |