IRCTC: ভারতীয় রেল যাত্রীদের জন্য বড় খবর। আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে আইআরসিটিসি (IRCTC)–র টিকিট বুকিং প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। এবার থেকে ট্রেনের টিকিট কাটতে গেলে বুকিং শুরুর প্রথম ১৫ মিনিটে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। আধার কার্ড ছাড়া এই সময়সীমায় কেউ টিকিট কাটতে পারবেন না।
IRCTC কেন আনছে এই নতুন নিয়ম?
রেল কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন কোটি কোটি টিকিট বুক হয় এবং বুকিং খোলার প্রথম কয়েক মিনিটেই এজেন্ট ও বেআইনি সফটওয়্যারের মাধ্যমে টিকিট ব্লক হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। এই সমস্যা কমাতেই আধার ভিত্তিক অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে স্বচ্ছতা আসবে এবং সাধারণ যাত্রীদের টিকিট পাওয়ার সুযোগ বাড়বে।
কীভাবে কার্যকর হবে আধার অথেন্টিকেশন?
১ অক্টোবর থেকে টিকিট বুকিং শুরুর সঙ্গে সঙ্গেই প্রথম ১৫ মিনিটে কেবল আধার অথেন্টিকেশন সম্পন্ন করা যাত্রীরাই টিকিট কাটতে পারবেন। আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করার পর আধার যাচাই করতে হবে। যাচাই সফল হলে তবেই বুকিং সম্ভব হবে। তবে ১৫ মিনিট পার হয়ে গেলে আধার ছাড়াও আগের মতো সবার জন্য বুকিং খোলা থাকবে।
কোন যাত্রীদের জন্য আধার বাধ্যতামূলক?
- শুধুমাত্র টিকিট বুকিং শুরুর প্রথম ১৫ মিনিটে আধার বাধ্যতামূলক।
- তৎকাল বুকিং ও স্পেশাল ট্রেনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
- যারা আধার যাচাই করবেন না, তারা ১৫ মিনিট পরে টিকিট বুক করতে পারবেন।
যাত্রীদের মধ্যে প্রতিক্রিয়া
নতুন নিয়ম ঘোষণার পর থেকেই যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শহুরে যাত্রীরা এটিকে স্বাগত জানালেও, গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ—
- অনেকের আধার কার্ড এখনো মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত নয়।
- নেটওয়ার্ক সমস্যায় অথেন্টিকেশন ব্যর্থ হতে পারে।
- সার্ভার ডাউন বা OTP না এলে বুকিং আটকে যাবে।
ফলে অনেকের আশঙ্কা, প্রথম দিকে প্রযুক্তিগত সমস্যার কারণে সাধারণ যাত্রীরাই বিপাকে পড়তে পারেন।
এই নতুন নিয়মে রেলের বক্তব্য
রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, এই পদক্ষেপ যাত্রী স্বার্থে নেওয়া হয়েছে। আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক হলে—
- নকল অ্যাকাউন্ট ও অবৈধ বুকিং কমবে।
- বেআইনি সফটওয়্যার ও এজেন্টদের দৌরাত্ম্য রোধ হবে।
- কালোবাজারির বাজার অনেকাংশে বন্ধ হবে।
- সাধারণ মানুষ টিকিট পাওয়ার ন্যায্য সুযোগ পাবেন।
বিশেষজ্ঞরা বলছেন, রেলের সবচেয়ে বড় সমস্যা টিকিট ব্ল্যাকিং ও কালোবাজারি। আধার অথেন্টিকেশন এ সমস্যা রোধে সাহায্য করলেও, প্রযুক্তিগত সমস্যা কাটানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেলকে আগে প্রযুক্তিগত অবকাঠামো আরও শক্তিশালী করতে হবে, নাহলে যাত্রীদের অসুবিধা থেকে যাবে।