পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল উজান হরিপদ হাইস্কুল। প্রথমবারের মতো এই বিদ্যালয়ের চারজন ছাত্র একসঙ্গে নির্বাচিত হয়েছে রাজ্যস্তরীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতার পশ্চিম মেদিনীপুর জেলা দলের সদস্য হিসেবে। এই অভূতপূর্ব সাফল্যে খুশির জোয়ার বইছে গোটা এলাকায়।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে বীরভূমের বোলপুরে শুরু হচ্ছে রাজ্যস্তরীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতা। ইতিমধ্যেই জেলার প্রতিনিধিত্বের জন্য গঠিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা দল। মোট ১৮ সদস্যের এই দলে উজান হরিপদ হাইস্কুল থেকেই নির্বাচিত হয়েছে চারজন প্রতিভাবান ফুটবলার — সুদীপ মুর্মু, সুমন মুর্মু, রাকেশ কিস্কু এবং বাবুশ্বর সরেন। স্কুলের পক্ষ থেকে সোমবার তাঁদের বোলপুরের উদ্দেশ্যে বিদায় জানানো হয়েছে।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক চন্দ্রনাথ খাঁড়া এবং স্বপন সীট জানিয়েছেন, “এই অর্জন আমাদের গর্বিত করেছে। আমাদের ছাত্ররা জেলার প্রতিনিধিত্ব করছে — এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আমরা আশা করি তারা ভালো খেলবে, জেলার মর্যাদা রক্ষা করবে এবং স্কুলের নাম আরও উজ্জ্বল করবে।” এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক, সকলেই। বিদ্যালয়ের করিডরে চলছে উৎসবের আবহ, গর্বে ভরে উঠেছে গোটা পিংলা। স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন, ছোট্ট পিংলার ছাত্ররা রাজ্যস্তরের মঞ্চে পা রাখছে — এটা গোটা এলাকার জন্য গৌরবের মুহূর্ত।
উল্লেখযোগ্যভাবে, উজান হরিপদ হাইস্কুলে ক্রীড়া শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়। নিয়মিত প্রশিক্ষণ, স্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ছাত্রদের শারীরিক সক্ষমতা বাড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগই এদিনের এই ঐতিহাসিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। পিংলার এই চার ফুটবলারের চোখ এখন রাজ্যজয়ের মঞ্চে। স্কুল, পরিবার ও জেলার প্রত্যাশা, তারা শুধু মাঠে নিজেদের সেরাটা দেবে না, বরং পিংলার নাম আরও উঁচুতে তুলে ধরবে রাজ্য ক্রীড়া মানচিত্রে।