WBBPE TET Result: দুর্গাপুজোর ঠিক মুখে প্রকাশিত হল প্রাথমিক শিক্ষকের যোগ্যতা পরীক্ষা (TET)-র ফলাফল। বুধবার সন্ধ্যা ছ’টা থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইট wbbpe.gov.in-এ পাওয়া যাচ্ছে ফলাফল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিন ফল ঘোষণা করল পর্ষদ।
২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। আবেদন করেছিলেন মোট ৩,০৯,০৫৪ জন পরীক্ষার্থী। তবে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে বসেছিলেন ২,৭৩,১৪৭ জন। তাঁদের মধ্যে মাত্র ৬,৭৫৪ জন উত্তীর্ণ হয়েছেন। এক থেকে দশের মধ্যে স্থান পেয়েছেন ৬৪ জন পরীক্ষার্থী। ফলাফল প্রকাশের পাশাপাশি পর্ষদ জানিয়েছে, এই ফল প্রকাশের পরেই শুরু হবে বহু প্রতীক্ষিত প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া।
ফল প্রকাশে বিলম্বের অন্যতম বড় কারণ ছিল ওবিসি সংক্রান্ত জটিলতা। বহু মাস ধরে চলা সেই জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে ফলাফল। পর্ষদ সূত্রে খবর, শূন্যপদের জন্য ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতরের কাছে ফাইল পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। অনুমোদন মিললেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।
সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের এক নির্দেশিকাও এই প্রক্রিয়াকে নতুন মাত্রা দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, শিক্ষকতা চালিয়ে যেতে হলে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এমনকি পদোন্নতির ক্ষেত্রেও টেটের যোগ্যতা থাকা জরুরি। শীর্ষ আদালতের এই নির্দেশ মেনে রাজ্য জুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের তথ্যও সংগ্রহ করেছে পর্ষদ।
এই ফলাফলের সঙ্গে সঙ্গে রাজ্যের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী দিনে টেট উত্তীর্ণ প্রার্থীদের হাতে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। পুজোর উৎসবের মুখে এই ফলাফল রাজ্যের হাজার হাজার প্রার্থীর কাছে এক বড় খবর হয়ে উঠেছে।