ডেবরা ব্লকের ৪ নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আষাড়ি গ্রামে দীর্ঘদিনের রাস্তার দুরবস্থা ঘিরে ফুঁসে উঠলেন স্থানীয়রা। আষাড়ি থেকে বাসুদেবপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা গত ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে অসুস্থ রোগীকে পর্যন্ত গ্রামবাসীদের খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে।
রাস্তা মেরামতের দাবিতে এদিন বিক্ষোভে শামিল হন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা। স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও সমস্যার সুরাহা হয়নি বলেই অভিযোগ।
এক ক্লিকে সব খবরJoin
এক ক্লিকে সব খবর Join
এক ক্লিকে সব খবর, সবার আগে Join
পঞ্চায়েত সদস্য স্বপন পালও স্বীকার করেন, “সত্যিই রাস্তার অবস্থা খুব খারাপ, আমাকেও যেতে লজ্জা লাগে।” অন্যদিকে প্রশাসন সূত্রে খবর, বৃষ্টি থামলেই দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে।