Aadhaar Mobile Number Link: ভারতের কোটি আধারধারীর জন্য বড় সুখবর। এবার আর আধার সেন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে না। UIDAI–এর নতুন Aadhaar (Beta) অ্যাপ চালুর ফলে এখন থেকে বাড়িতে বসেই মোবাইল নম্বর লিঙ্ক, আপডেট, বা আধারের অন্যান্য তথ্য পরিবর্তন করা যাবে।
নতুন এই ডিজিটাল সুবিধা ইতিমধ্যেই সারা দেশে ব্যবহার শুরু হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—এখন Aadhaar Link With Mobile Number ঘরে থেকেই সম্পূর্ণ করা যাবে।
নতুন Aadhaar (Beta) অ্যাপ চালু — কী কী করা যাবে?
UIDAI এবার এনেছে নতুন প্রজন্মের অ্যাপ—Aadhaar (Beta)।
এই অ্যাপ থেকেই আপনি বাড়িতে বসে করতে পারবেন—
- মোবাইল নম্বর লিঙ্ক ও আপডেট
- ঠিকানা আপডেট
- নাম সংশোধন
- ইমেল আইডি আপডেট
- আধারের স্ট্যাটাস চেক
- ফেস অথেন্টিকেশন
সবচেয়ে বড় বিষয়—এখন মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আলাদা করে আধার সেন্টারে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই।
Aadhaar (Beta) অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
নতুন অ্যাপ ব্যবহার করতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। পদ্ধতিটি খুব সহজ:
১) প্রথমে Play Store থেকে Aadhaar (Beta) অ্যাপটি ইনস্টল করুন।
২) অ্যাপ খুলে প্রয়োজনীয় পারমিশন Allow করুন।
৩) “Skip Introduction and Register”–এ ক্লিক করুন।
৪) আপনার আধার নম্বর দিন এবং Continue চাপুন।
৫) Terms & Conditions দেখে I Agree সিলেক্ট করুন।
৬) “Under 18” অপশনটি চেক করে Proceed করুন।
৭) এরপর আপনার সিম কার্ড সিলেক্ট করে Send SMS চাপুন।
৮) এখন Face Authentication প্রক্রিয়া সম্পন্ন হবে।
৯) শেষে একটি নতুন ৪-সংখ্যার PIN সেট করতে হবে।
এই ধাপগুলো সম্পন্ন করলেই আপনার Dashboard খুলে যাবে, যেখানে আধারের সব সার্ভিস দেখতে পাবেন।

এই ধাপগুলো সম্পন্ন করলেই আপনার Dashboard খুলে যাবে, যেখানে আধারের সব সার্ভিস দেখতে পাবেন।
কীভাবে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন?
রেজিস্ট্রেশন শেষ হলে অ্যাপ থেকেই খুব সহজে মোবাইল নম্বর লিঙ্ক করা যায়:
১) Dashboard থেকে My Aadhaar Update–এ যান।
২) সেখানে Mobile Number Update অপশনটি সিলেক্ট করুন।
৩) আগের মোবাইল নম্বর থাকলে সেটি দেখাবে। নিচের ঘরে নতুন নম্বর লিখুন।
৪) Send OTP–তে চাপ দিন এবং প্রাপ্ত OTP দিয়ে ভেরিফাই করুন।
৫) এরপর আবার একটি Face Authentication করতে হবে।
৬) এখন ৭৫ টাকা ফি পেমেন্ট করতে বলবে—Razorpay/UPI/PhonePe/Google Pay দিয়ে পেমেন্ট করুন।
৭) পেমেন্ট সফল হলেই Request Successful দেখাবে এবং আপনি Acknowledgement Slip ডাউনলোড করতে পারবেন।
পুরো কাজটি ৫–৬ মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যায়।

কিভাবে মোবাইল লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন?
আপনার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা সেটিও এখন অ্যাপ থেকেই দেখা যাবে।
১) Aadhaar (Beta) অ্যাপ খুলুন এবং PIN দিয়ে লগইন করুন।
২) My Aadhaar Update–এ গিয়ে নিচে My Past Update অপশন খুলুন।
৩) সেখানে Validation Stage–এ ক্লিক করলে পুরো স্ট্যাটাস দেখা যাবে।
৪) সবগুলো ধাপে “Completed” দেখালে বুঝবেন মোবাইল নম্বর সফলভাবে লিঙ্ক হয়েছে।
কত টাকা লাগবে?
বর্তমানে Aadhaar (Beta) অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করতে ৭৫ টাকা লাগবে।
ফি অনলাইনেই দিতে হবে—UPI, Google Pay, PhonePe, Razorpay সবই কাজ করে।
পরিবারের সকলের আধার–মোবাইল নম্বর লিঙ্ক করা যাবে?
হ্যাঁ, একেবারেই পারবেন। এবং পদ্ধতিটিও সহজ।
১) Dashboard–এ আপনার নামের পাশে থাকা “Add Another Profile”–এ ক্লিক করুন।
২) যার মোবাইল লিঙ্ক করতে চান তার আধার নম্বর দিন।
৩) তারপর ফেস অথেন্টিকেশন সম্পন্ন করুন।
৪) নতুন প্রোফাইল Dashboard–এ অ্যাড হয়ে যাবে।
৫)এখন সেই সদস্যের জন্য Mobile Number Update করে লিঙ্ক করে দিতে পারবেন। একটি মোবাইল থেকেই পরিবারের সবার আধার মোবাইল লিঙ্ক করা যাবে।

