Kia তাদের জনপ্রিয় মিড-সাইজ SUV–এর নতুন জেনারেশন হিসেবে আনতে চলেছে Kia Seltos 2026। সম্পূর্ণ নতুন ডিজাইন, আগের তুলনায় বড় সাইজ এবং প্রিমিয়াম ফিচারের লম্বা তালিকা নিয়ে এই SUV ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। নতুন Kia Seltos–এর এক্স-শোরুম দাম শুরু হতে পারে প্রায় ১১.২০ লক্ষ টাকা থেকে, যা সর্বোচ্চ ২২ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। কোম্পানির তরফে জানানো হয়েছে, গাড়িটির অফিসিয়াল লঞ্চ ২ জানুয়ারি ২০২৬, আর ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গেছে।
Kia Seltos নতুন ডিজাইন ও বড় SUV স্ট্যান্স
Kia Seltos 2026–এ সম্পূর্ণ নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। আগের মডেলের তুলনায় গাড়িটির সাইজ কিছুটা বড় করা হয়েছে, যার ফলে রাস্তায় এটি আরও মাস্কুলার ও প্রিমিয়াম SUV লুক দেবে। সামনের দিকে নতুন গ্রিল, শার্প LED লাইটিং এবং বক্সি SUV স্ট্যান্স গাড়িটিকে আগের থেকে অনেক বেশি আধুনিক করে তুলেছে। X-Line ভ্যারিয়েন্টে ১৮-ইঞ্চি অ্যালয় হুইল এবং এক্সক্লুসিভ Matte Graphite কালার অপশনও দেওয়া হচ্ছে।
ইঞ্জিন অপশন ও পারফরম্যান্স
নতুন Kia Seltos 2026–এ একাধিক ইঞ্জিন অপশন দেওয়া হচ্ছে। এতে থাকছে ১.৫-লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ১১৫ PS পাওয়ার জেনারেট করে। এছাড়াও রয়েছে ১.৫-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যার পাওয়ার আউটপুট প্রায় ১৬০ PS। ডিজেল গ্রাহকদের জন্য ১.৫-লিটার টার্বো ডিজেল ইঞ্জিন দেওয়া হচ্ছে, যা প্রায় ১১৬ PS পাওয়ার দেবে। এই ইঞ্জিনগুলোর সঙ্গে ম্যানুয়াল, iMT, DCT এবং অটোমেটিক ট্রান্সমিশনের অপশন পাওয়া যাবে।
ড্রাইভ সিস্টেম ও হ্যান্ডলিং
স্ট্যান্ডার্ডভাবে Kia Seltos 2026–এ ২WD সেটআপ দেওয়া হচ্ছে। তবে উচ্চ ভ্যারিয়েন্টে AWD অপশন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা খারাপ রাস্তা বা হালকা অফ-রোডিংয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে। শহর ও হাইওয়ে—দুটো ক্ষেত্রেই ব্যালান্সড ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেওয়ার দিকেই Kia ফোকাস রেখেছে।
সেফটি ও ADAS ফিচার
সেফটির দিক থেকে Kia Seltos 2026 আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। সব ভ্যারিয়েন্টেই ৬টি এয়ারব্যাগ, ESC, HAC এবং TPMS দেওয়া হচ্ছে। উচ্চ ভ্যারিয়েন্টে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও ADAS ফিচার যুক্ত করা হয়েছে, যা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন অ্যাসিস্ট এবং ইমার্জেন্সি ব্রেকিংয়ের মতো আধুনিক সেফটি টেকনোলজি অফার করবে।
ইন্টিরিয়র ও প্রিমিয়াম ফিচার
গাড়িটির ইন্টিরিয়রেও বড় আপগ্রেড দেখা যাচ্ছে। নতুন Kia Seltos–এ ১০.২৫ ইঞ্চি অথবা ১২.৩ ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে Bose সাউন্ড সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং ওয়্যারলেস চার্জিংয়ের মতো প্রিমিয়াম ফিচার।
ভ্যারিয়েন্ট ও X-Line প্যাক
Kia Seltos 2026 মোট ৮টি ভ্যারিয়েন্টে বাজারে আসছে, যার শুরু HTE ভ্যারিয়েন্ট থেকে এবং টপ-এন্ড GTX(A) পর্যন্ত যাবে। এর পাশাপাশি X-Line স্টাইলিং প্যাকও দেওয়া হচ্ছে, যেখানে স্পোর্টি এক্সটেরিয়র এলিমেন্ট এবং প্রিমিয়াম ফিনিশ যুক্ত থাকবে।
Kia Seltos দাম
এক্স-শোরুম হিসেবে নতুন Kia Seltos–এর সম্ভাব্য দাম শুরু হতে পারে প্রায় ১১ লক্ষ টাকার কাছাকাছি, যেখানে টপ ভ্যারিয়েন্টের দাম ২২ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। এই প্রাইস রেঞ্জে Kia Seltos 2026 সরাসরি Hyundai Creta, Maruti Grand Vitara এবং Toyota Hyryder–এর মতো জনপ্রিয় SUV–গুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
| ভ্যারিয়েন্ট | প্রাইস (পেট্রোল) | ডিজেল অপশন |
|---|---|---|
| HTE | ~১১ লক্ষ | ~১২.৬ লক্ষ |
| HTK | ~১৩ লক্ষ | ~১৪.৭ লক্ষ |
| HTX(A) | ~১৬-১৯ লক্ষ | – |
| GTX(A) | ~১৯-২২ লক্ষ | – |
লঞ্চ ডেট ও বুকিং স্ট্যাটাস
Kia Seltos 2026 ভারতীয় বাজারে অফিসিয়ালি লঞ্চ ২ জানুয়ারি ২০২৬। কোম্পানির তরফে জানানো হয়েছে, SUV–টির বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং লঞ্চের পরপরই ডেলিভারি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
FAQ
Kia Seltos 2026 কি আজ ভারতে লঞ্চ হয়েছে?
হ্যাঁ, Kia Seltos 2026 আজ অর্থাৎ ২ জানুয়ারি ২০২৬ তারিখে ভারতীয় বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে।
Kia Seltos 2026-এর দাম কত থেকে শুরু হচ্ছে?
নতুন Kia Seltos 2026-এর এক্স-শোরুম দাম শুরু হয়েছে প্রায় ১১.২০ লক্ষ টাকা থেকে এবং টপ ভ্যারিয়েন্টে দাম প্রায় ২২ লক্ষ টাকা পর্যন্ত যাচ্ছে।
Kia Seltos 2026-এ কোন কোন ইঞ্জিন অপশন পাওয়া যাচ্ছে?
এই SUV-তে ১.৫-লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল, ১.৫-লিটার টার্বো পেট্রোল এবং ১.৫-লিটার টার্বো ডিজেল ইঞ্জিন অপশন দেওয়া হয়েছে।

