Ration card family split:রাজ্যবাসীর সুবিধার জন্য রেশন কার্ড পরিষেবায় আরও এক ধাপ সহজীকরণ করল খাদ্য দপ্তর। এবার থেকে রেশন কার্ডের পরিবার আলাদা পুরোপুরি অনলাইনে করা যাবে। আগে যেখানে অফিসে গিয়ে আবেদন করতে হতো, সেখানে এখন বাড়িতে বসেই মাত্র কয়েকটি ধাপে আবেদন সম্পন্ন করা সম্ভব। নতুন এই পরিষেবা চালু হওয়ার ফলে নাগরিকদের সময় বাঁচবে, একইসঙ্গে ঝামেলাহীনভাবে পরিবারের জন্য আলাদা রেশন কার্ড তৈরি করাও সহজ হবে।
এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে খাদ্য দপ্তর জানিয়েছে, অনলাইনে ১৩ নম্বর ফর্ম পূরণ করলেই আবেদনকারী তাঁর পরিবারকে আলাদা করতে পারবেন। তাছাড়া আবেদন জমা দেওয়ার পর আলাদা করে কোনো নথি সশরীরে জমা দিতে হবে না। সবকিছুই অনলাইনে সম্পন্ন হবে এবং আবেদনকারীরা যে কোনো সময় অনলাইনে তাঁদের আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।
কেন প্রয়োজন রেশন কার্ডের পরিবার বিভাজন?
অনেক পরিবারেই বিবাহ, আলাদা বসবাস বা অন্যান্য প্রয়োজনের কারণে পরিবার আলাদা করতে হয়। একই পরিবারের মধ্যে একাধিক রেশন কার্ড থাকলে বিভ্রান্তি তৈরি হয় বা প্রাপ্য সুবিধা পেতে সমস্যা হতে পারে। তাই এই নতুন পরিষেবাটি বিশেষভাবে সুবিধাজনক যে সকল পরিবার বর্তমান রেশন কার্ড থেকে নিজেদের নাম আলাদা করে নতুন পরিবার হিসেবে তালিকাভুক্ত করতে চান।
রেশন কার্ডের পরিবার আলাদা করতে প্রয়োজনীয় ডকুমেন্টস
পরিবার বিভাজনের জন্য খুব বেশি নথি লাগে না। আবেদনকারীর সংগ্রহে থাকলেই হবে নিচের দু’টি নথি—
১) পরিবারের প্রধান সদস্যের আধার কার্ড ও রেশন কার্ড।
২) পরিবারের প্রধানের বসবাসের প্রমাণপত্র (যেমন — বিদ্যুৎ বিল, ভাড়া চুক্তিপত্র, বা অন্য কোনো বৈধ ঠিকানার প্রমাণ)।
অনলাইনে রেশন কার্ড পরিবার আলাদা কীভাবে করবেন?
অনলাইনে রেশন কার্ড পরিবার আলাদা করতে চাইলে নীচের ধাপে ধাপে নির্দেশগুলি অনুসরণ করতে হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সহজ, এবং একটি স্মার্টফোন কিংবা কম্পিউটার থাকলেই সম্পন্ন করা সম্ভব।
- প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজে আসার পর Citizen Home অপশনটি সিলেক্ট করুন। এখানেই রেশন কার্ডের সব পরিষেবা এক জায়গায় পাওয়া যাবে।
- Citizen Home-এ ক্লিক করলে ‘রেশন কার্ড সম্পর্কিত পরিষেবা’ নামে একটি কর্নার দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
- এরপর আপনাকে ‘অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা’ অপশনে যেতে হবে। এখান থেকে ‘অনলাইন আবেদন করুন’ বাটনে ক্লিক করতে হবে।
- আবেদন শুরু করতে পরিবারের যে সদস্যদের আলাদা করতে চান তাদের মধ্যে যে কোনো একজনের আধার নম্বর বসাতে হবে। আধার OTP ভেরিফাই হয়ে গেলে আপনি ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন।
- ড্যাশবোর্ডে এসে ‘অনলাইন ফর্ম সার্ভিস’ অপশনটি নির্বাচন করুন। এখান থেকে ফর্ম ১৩-এর নিচে থাকা ‘এখানে ক্লিক করুন’ অপশনে ক্লিক করুন। ফর্ম ১৩-ই পরিবার বিভাজনের অফিসিয়াল ফর্ম।
- পরবর্তী পেজে আপনি পরিবারের সব সদস্যের রেশন কার্ড তথ্য দেখতে পাবেন। এখন আপনাকে যেসব সদস্যদের আলাদা পরিবার হিসেবে রাখতে চান, তাঁদের সিলেক্ট করতে হবে। সঠিক সদস্য নির্বাচন করার পর ‘Split Family’ অপশনে ক্লিক করে Next করুন।
- এখন বাকি সদস্যদের মধ্যে যে কাউকে প্রধান সদস্য হিসেবে নির্বাচন করে তাঁর আধার OTP ভেরিফাই করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি (৩০০KB-এর মধ্যে) আপলোড করে Submit বোতামে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে। পুরো প্রক্রিয়াটি কেবল কয়েক মিনিটের।
রেশন কার্ড পরিবার আলাদা স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
অনলাইনে আবেদন করার পর অনেকেই জানতে চান তাঁদের আবেদন অনুমোদিত হয়েছে কি না বা এখনও পেন্ডিং আছে কিনা। সেক্ষেত্রে খুব সহজেই স্ট্যাটাস চেক করা যায়।
- সবার আগে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে থাকা ‘Check Status Of Ration Card Application’ অপশনে ক্লিক করুন।
- সার্চ টাইপ থেকে আধার কার্ড নির্বাচন করে সেই ব্যক্তির আধার নম্বর বসান, যার আধার দিয়ে আবেদন করেছিলেন। এরপর OTP ভেরিফাই করুন।
- OTP ভেরিফিকেশন সম্পন্ন হলে পরবর্তী পেজে View অপশনে ক্লিক করুন। এখানেই দেখা যাবে আবেদনটি অনুমোদিত হয়েছে নাকি এখনও পেন্ডিং রয়েছে।
নতুন পরিষেবার ফলে কী সুবিধা পেলেন নাগরিকরা?
• যে কেউ বাড়িতে বসেই পরিবার বিভাজনের আবেদন করতে পারবেন।
• অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।
• পুরো প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় সময় ও শ্রম সাশ্রয়।
• আবেদন স্ট্যাটাস ঘরে বসেই জানা যায়।
• নথি সশরীরে জমা দেওয়ার ঝামেলা নেই।
অনেক দিন ধরেই রাজ্যবাসী রেশন পরিষেবায় আরও ডিজিটাল সহজীকরণের দাবি করছিলেন। অবশেষে খাদ্য দপ্তরের এই নতুন পদক্ষেপ সাধারণ নাগরিকদের রেশন পরিষেবা ব্যবহারে আরও স্বচ্ছতা ও সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে।
| গুরুতপূর্ণ লিঙ্ক | |
| Ration Card Website Link:- | Click |
| Ration Card Status Check Link:- | Click |
| আরো খবর দেখুন:- | Click |

