ডেবরা: বিশ্বকর্মা পুজোর দিনেই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ডেবরা বাজারে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই আগুন লাগে বাজারের একটি জনপ্রিয় বিরিয়ানি দোকানে। মুহূর্তের মধ্যেই দোকানজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু হয় আশপাশের দোকানদার ও ক্রেতাদের মধ্যে।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

পুলিশের প্রাথমিক অনুমান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটে থেকেই আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সৌভাগ্যবশত ঘটনায় কেউ আহত হননি।
প্রশাসনের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেলেও অফিস টাইমে ভরা বাজারে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

