ট্রেন আপডেট: বছর শেষের ছুটিতে যাত্রীদের সুবিধার্থে বড় ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরী, রাঁচি, মালদা, কামাখ্যাগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা স্টেশনে থামবে। প্রতিটি ট্রেনই প্রায় ২ মিনিটের ‘টেম্পোরারি স্টপেজ’ পাবে। শীতের ছুটিতে যাত্রী ভিড় বাড়ার কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত, জানাচ্ছে সূত্র।
গড়বেতা থেকে এতদিন দিঘা, পুরী বা রাঁচি যাওয়ার জন্য যাত্রীদের হাওড়া বা খড়্গপুরে এসে ট্রেন ধরতে হত। এবার প্রথমবার এতগুলি দূরপাল্লার ট্রেন সরাসরি গড়বেতা স্টেশনে দাঁড়াচ্ছে—যা স্থানীয়দের কাছে সত্যিই বড় স্বস্তি।
কোন ট্রেন কবে গড়বেতায় দাঁড়াবে? তালিকা দেখে নিন
| তারিখ | ট্রেন এর নাম |
| ২৫ ডিসেম্বর ২০২৫ | 13417 দিঘা–মালদা টাউন এক্সপ্রেস |
| 13418 মালদা টাউন–দিঘা এক্সপ্রেস | |
| 18419 পুরী–জয়নগর এক্সপ্রেস | |
| – | |
| ২৭ ডিসেম্বর ২০২৫ | 18420 জয়নগর–পুরী এক্সপ্রেস |
| – | |
| ২৮ ডিসেম্বর ২০২৫ | 18627 হাওড়া–রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস |
| 18628 রাঁচি–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস | |
| 13506 আসানসোল–দিঘা এক্সপ্রেস | |
| 13505 দিঘা–আসানসোল এক্সপ্রেস | |
| 15640 কামাখ্যা–পুরী এক্সপ্রেস | |
| – | |
| ২৯ ডিসেম্বর ২০২৫ | 18449 পুরী–পাটনা এক্সপ্রেস |
| ৩০ ডিসেম্বর ২০২৫ | 15639 পুরী–কামাখ্যা এক্সপ্রেস |
| ৩১ ডিসেম্বর ২০২৫ | 18450 পাটনা–পুরী এক্সপ্রেস |
পর্যটন মরসুমে বড় সুবিধা
শীত পড়তেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু হয় বহু মানুষের। দিঘা থেকে পুরী, রাঁচি থেকে কামাখ্যা—এই সময় পর্যটকরা ভিড় করেন নানা জায়গায়। বছর শেষে সেই ভিড় আরও বাড়ে। এবার হাওড়া বা খড়্গপুরে না গিয়ে সরাসরি গড়বেতা থেকেই ট্রেন ধরে পৌঁছে যাওয়া যাবে জনপ্রিয় গন্তব্যগুলিতে। স্থানীয়দের কথায়, “এতদিন ধরে এই সুবিধা দাবি করা হচ্ছিল। বছর শেষে রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত সত্যিই বড় উপহার।”

