Mobile Number Link With Voter Card: মোবাইল নম্বর লিংক করার নতুন নিয়ম! বর্তমানে ভোটার কার্ডের যাবতীয় অনলাইন পরিষেবা ঠিকভাবে ব্যবহার করতে হলে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। E-EPIC ডাউনলোড হোক, ফর্ম ফিল-আপ হোক, বা কোনো তথ্য সংশোধন—সবকিছুতেই মোবাইল নম্বর একটাই মূল ভরসা।
এখন নতুনভাবে Aadhaar e-Sign পদ্ধতি চালু হয়েছে, যার মাধ্যমে মাত্র ২৪–৪৮ ঘণ্টার মধ্যেই Voter ID-এর সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যায়। আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি—কিভাবে চেক করবেন আপনার নম্বর লিঙ্ক আছে কিনা, আর লিঙ্ক না থাকলে অনলাইনে কীভাবে করবেন।
মোবাইল নম্বর লিঙ্ক থাকলে কী সুবিধা পাবেন?
যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, তাহলে—
১) E-EPIC / Digital Voter Card ডাউনলোড করতে পারবেন
২) বিভিন্ন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবেন (Form 6, 8, 8A)
৩) নতুন বা পুরনো ভোটার কার্ডের কাজের আপডেট পাবেন
৪) OTP Verification-এর মাধ্যমে দ্রুত সার্ভিস ব্যবহার করতে পারবেন
তাই সবার আগে আপনার নম্বর লিঙ্ক আছে কিনা সেটা চেক করা জরুরি।
কিভাবে চেক করবেন আপনার Voter ID–তে Mobile Number Linked আছে কিনা?
১) অফিসিয়াল ভোটার পোর্টালে যান সরকারের Voter Portal বা NVSP ওয়েবসাইটে।
২) Login করুন- আপনার User ID এবং Password দিয়ে লগইন করুন। যাদের অ্যাকাউন্ট নেই তারা প্রথমে Sign Up করে নেবেন।
৩) ডানপাশে “E-EPIC Download” দেখাবে—সেখানে ক্লিক করুন।
৪) আপনার ভোটার কার্ড নম্বর দিন এবং রাজ্য নির্বাচন করে Search-এ ক্লিক করুন।
৫) মোবাইল নম্বর দেখালে বুঝবেন লিঙ্ক রয়েছে স্ক্রিনে যদি— • আপনার নাম, • Relative Name, • AC, • State। এবং তার সঙ্গে Mobile Number–ও দেখা যায়— তাহলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা।
৬) আর যদি মোবাইল নম্বর না দেখিয়ে আপনাকে Form No. 8 পূরণ করতে বলা হয়, তাহলে বুঝবেন নম্বর লিঙ্ক নেই—লিঙ্ক করতে হবে।
কিভাবে অনলাইনে Voter ID-এর সঙ্গে Mobile Number Link করবেন?
১) সরকারি Voter Portal খুলুন।
২) নতুন User হলে Sign Up করুন Mobile Number, Voter ID, Email এসব দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন। এবং OTP দিয়ে Login করুন।
৩) FORMS থেকে “Correction of Entries” নির্বাচন করুন। এবং এখানে Fill Form No. 8 অপশনে ক্লিক করুন।
৪) Self অপশন সিলেক্ট করে EPIC Number দিন আপনার ভোটার কার্ড নম্বর দিলে আপনার সব তথ্য স্ক্রিনে দেখা যাবে। এবার ‘OK’ চাপুন।
৫) Application For → Correction of Entries এটি সিলেক্ট করে Next-এ যান।
৬) Form 8 পূরণ করুন নতুন পেজে Form No. 8 খুলবে। এখানে আপনাকে সঠিক তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করতে হবে।
৭) C অংশে “Mobile Number” চিহ্ন দিয়ে আপনার মোবাইল নম্বর লিখুন। তারপর OTP Verification করুন।
৮) Aadhaar e-Sign করে Final Submit কিন্তু e-Sign করতে আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।
৯) Application Number নোট করুন। এটি দিয়ে পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।
লিঙ্কিং স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
আপনার নম্বর লিঙ্ক হয়েছে কিনা জানার সবচেয়ে সহজ উপায়—
১) অনলাইনে Voter Card Download অপশনে যান
২) EPIC নম্বর দিয়ে সার্চ করুন
৩) যদি মোবাইল নম্বর দেখায় → লিঙ্ক সফল।
৪) না দেখালে → এখনও প্রসেসিং-এ আছে।
তবে সাধারণত Voter ID-এর সঙ্গে Mobile Number Link হতে ২৪–৪৮ ঘণ্টা সময় লাগে।
| গুরুত্বপূর্ণ লিংক | |
| CEO West Bengal: | Click Here |
| 2025 Voter List: | Download |
| আরো খবর: | Click Here |

