পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনে রবিবার সকালে ঘটে গেল এক রোমহর্ষক মুহূর্ত। দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি পণ্যবাহী মালগাড়ি অল্পের জন্যই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। রেল সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ ডাউন লাইনের পাঁচ নম্বর লুপ লাইনে ঢোকার সময় মালগাড়ির ইঞ্জিন এবং পরপর দুটি বগি হঠাৎই প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তে বিকট শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্বর।
স্টেশন মাস্টার দশরথ বৈরাগী জানিয়েছেন, “পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ-পূর্ব রেলওয়ের বালিচক স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি লুপ লাইনে যাওয়ার সময়ে তার ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে প্ল্যাটফর্মে। তার পরেই মালগাড়ি আটকে যায়। যেহেতু মালগাড়ি যাওয়ার ট্র্যাকে এই সমস্যা হয়েছে, তাই অন্য ট্রেন সময়েই চলাচল করছে।”

স্টেশন মাস্টার আরও বলেন, “লাইন থেকে চাকা নেমে যায়নি। ইঞ্জিন ও দুটি বগি শুধু প্ল্যাটফর্মে ধাক্কা খেয়েছে। কেন এমন হল তা তদন্তের পরই স্পষ্ট হবে। আপাতত অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক।”
ঘটনার পরপরই রেলের টেকনিক্যাল টিম ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। প্ল্যাটফর্মের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢালাই ভাঙার কাজও শুরু হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনের চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এবং ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের এক অভ্যন্তরীণ তদন্ত দল গঠন করা হয়েছে।

স্থানীয়দের কথায়, “হঠাৎ জোরে একটা শব্দ হয়, সবাই ভয়ে দৌড়ে আসে। প্রথমে ভেবেছিলাম ট্রেন উলটে গেছে! পরে জানতে পারি, বড় বিপর্যয় হয়নি—এটাই স্বস্তির।” রেল আধিকারিকরা জানিয়েছেন, পুরো ঘটনার রিপোর্ট তৈরি করে সদর দপ্তরে পাঠানো হবে। সতর্কতা হিসেবে আপাতত বালিচক স্টেশনের সব লুপ লাইন ও সিগন্যাল সিস্টেম পুনরায় পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

