অমিত খিলাড়ি, ডেবরা : একই দিনে, মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে পাশাপাশি দু’টি ব্লকে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুরের সবং ও ডেবরাতে ঘটে দু’টি ঘটনা। এদিন বিকেলে সবংয়ের দাদরা অঞ্চলের কলসবাড় এলাকায় একটি বন্ধ ঘর থেকে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম মমতা ধোলা। বয়স আনুমানিক ৪৮। অন্যদিকে, ডেবরার জালিমান্দার হদলা এলাকায় স্বামী-স্ত্রীর বচসা চলাকালীন স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে দিয়ে চম্পট দেয় স্বামী। পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সবংয়ের কলাসবাড় এলাকায় বছর ৪৮-র মমতা ধোলা বাড়িতে একাই থাকতেন। তাঁর দুই ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। গ্রামবাসীদের দাবি, তাঁরা গত ১৪ জানুয়ারি, বুধবার, বিকেল নাগাদ মমতাকে শেষবারের জন্য দেখেছিলেন। তারপর থেকে আর দেখেননি। এদিকে, টানা দু’দিন তাঁকে দেখতে না পেয়ে, শুক্রবার বিকেল নাগাদ প্রতিবেশীরা জানালা ঠেলে উঁকি মারেন। সেইসময়ই তাঁরা দেখতে পান, মেঝের উপর কালো কালো কি যেন পড়ে আছে! এরপরই তাঁরা সবং থানায় খবর দেন। পুলিশকর্মীরা পৌঁছে দরজা ঠেলে ভেতরে ঢুকেই হতভম্ব হয়ে যান! সম্পূর্ণ অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে মহিলার দেহ। এরপরই আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া দেহ উদ্ধার করে নিয়ে যায় সবং থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে লম্ফ জ্বালিয়ে শুতেন ওই মহিলা। কোন কারনে লম্ফ বিছানার উপর পড়ে গিয়েই অগ্নিদগ্ধ হন তিনি। তবে, ময়নাতদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। শনিবার খড়্গপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ডেবরাতে স্বামী-স্ত্রীর বচসা চলাকালীন স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে চম্পট দেয় স্বামী। শুক্রবার বিকেল নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের জালিমান্দা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও এক বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। সেই বচসার মধ্যেই অভিযুক্ত স্বামী আচমকা স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে দেয় বলে খবর। স্ত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ডেবরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জখম গৃহবধূর নাম নমিতা হাঁসদা। বয়স আনুমানিক ৩৭। অভিযুক্ত স্বামীর নাম সুকদেব হাঁসদা। ঘটনার পর থেকেই পলাতক সুকদেব। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।
বন্ধ ঘর থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার সবংয়ে, ডেবরায় স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে দিয়ে চম্পট দিল স্বামী

