শিশুদের ব্লু আধার কার্ড: বর্তমানে আধার কার্ড ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। জন্ম থেকে মৃত্যু—প্রতিটি সরকারি কাজে আধার এখন অপরিহার্য। তবে নবজাতক বা ৫ বছরের কম বয়সি শিশুদের জন্য সাধারণ আধার তৈরি কিছুটা জটিল হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান আনতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) চালু করেছে Blue Aadhaar Card, যাকে বলা হয় Baal Aadhaar।
Table of Contents
ব্লু আধার কার্ড আসলে কী?
সাধারণ আধারের থেকে আলাদা করতে এই বিশেষ আধারের রঙ রাখা হয়েছে নীল। এতে শিশুর বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট বা চোখের স্ক্যান) নেওয়া হয় না। শুধুমাত্র শিশুর মুখের ছবি এবং পিতা বা মাতার আধার নম্বরের সঙ্গে সংযুক্ত করা হয়।
কেন দরকার ব্লু আধার?
শিশুর জন্মের পরপরই একাধিক সরকারি ও বেসরকারি পরিষেবার জন্য আধার অপরিহার্য হয়ে ওঠে। স্কুলে ভর্তি, স্বাস্থ্য পরিষেবা, ভ্যাকসিন রেকর্ড বা সরকারি প্রকল্পের সুবিধা—সব ক্ষেত্রেই এই পরিচয়পত্র প্রয়োজন। ফলে নবজাতকের জন্য ব্লু আধার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।
ব্লু আধার কার্ড কারা আবেদন করতে পারবেন?
৫ বছরের কম বয়সি শিশুদের জন্য এই আধার কার্ড প্রযোজ্য। নবজাতক শিশুর ক্ষেত্রেও এর জন্য আবেদন করা যায়। তবে বয়স ৫ বছর পূর্ণ হলে আধারে বায়োমেট্রিক তথ্য যুক্ত করা বাধ্যতামূলক। একইভাবে, ১৫ বছর বয়সে আবার আপডেট করতে হয়।
শিশুদের ব্লু আধার কার্ড আবেদন প্রক্রিয়া
ব্লু আধারের জন্য UIDAI ওয়েবসাইটে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
- প্রথমে ভিজিট করতে হবে uidai.gov.in
- “My Aadhaar” সেকশনে গিয়ে Book an Appointment বেছে নিতে হবে
- শহর এবং নিকটবর্তী আধার কেন্দ্র নির্বাচন করতে হবে
- “New Aadhaar for Child” অপশন সিলেক্ট করতে হবে
- মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে
শিশুদের ব্লু আধার কার্ড করতে প্রয়োজনীয় ডকুমেন্ট
১) শিশুর জন্ম সনদ (Birth Certificate)।
২) শিশুর পিতা বা মাতার আধার কার্ড।
৩) পিতামাতার উপস্থিতি বাধ্যতামূলক।
৪) পিতামাতার বায়োমেট্রিক যাচাইকরণ কেন্দ্রেই হয়।
৫) শিশুর ছবি আধার কেন্দ্রেই তোলা হয়।
৬) এই তথ্য দিয়ে রেজিস্ট্রেশন শেষ হলে একটি স্লিপ দেওয়া হয়ে থাকে।
আধার কার্ড কবে হাতে আসবে?
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে সাধারণত ৬০–৯০ দিনের মধ্যে ডাকযোগে ব্লু আধার কার্ড পাঠানো হয়। পরে শিশুর বয়স ৫ ও ১৫ বছর হলে নির্ধারিত সময়মতো বায়োমেট্রিক আপডেট করতে হবে।
শিশুদের ব্লু আধার কার্ড এর সুবিধা
- শিশুর পরিচয়ের সরকারি প্রমাণ
- স্কুল ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- হাসপাতাল ও ভ্যাকসিন রেকর্ডে কাজে লাগবে
- সরকারি ভাতা ও প্রকল্পে নাম নথিভুক্ত সহজ হবে
- ভবিষ্যতে পরিচয় সম্পর্কিত ঝামেলা কমবে
সব মিলিয়ে বলা যায়, Blue Aadhaar Card শুধুমাত্র একটি কাগজ নয়, বরং শিশুর ভবিষ্যতের নিরাপত্তার ভিত্তি। নবজাতক বা ছোটো শিশুর সঠিক পরিচয় নিশ্চিত করতে এখনই আবেদন করা উচিত।