অমিত খিলাড়ি, ডেবরা: রাত বা ভোরের যাত্রী ও পণ্যবাহী গাড়ির গন্তব্য সাধারণত নির্বিঘ্নেই কাটে, কিন্তু কখনও অনিদ্রা, কখনও তন্দ্রা—এক মুহূর্তেই তা ভয়াবহ দুর্ঘটনায় রূপ নেয়। ঠিক সেরকমই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়।
আরো পড়ুন- ডেবরায় পোস্ট অফিসে ৫০ লক্ষ টাকার তছরুপ! পোস্টমাস্টারকে ঘিরে গ্রাহকদের বিক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি কলা বোঝাই করা লরি। যাত্রাপথে, ডেবরার হরিমতি স্কুলের সামনে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় লরিটি। আশপাশে থাকা মানুষজন দ্রুত ছুটে এসে চালককে উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে অনুমান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে ঘটে এই বিপত্তি। দুর্ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এবং রেকার দিয়ে গাড়ি সরানোর কাজ শুরু করে। ভাগ্য ভালো, ঘটনাস্থলে সেই সময় কেউ হাঁটাচলা করছিল না, নয়তো বড়সড় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত।
এদিকে দুর্ঘটনার জেরে ওই জাতীয় সড়কে কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। তবে চালকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। Follow me

