DA News নতুন বছর শুরু হলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সমস্যা এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট—দীর্ঘ আইনি লড়াই পেরিয়েও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন হাজার হাজার কর্মচারী ও পেনশনার। প্রশ্নের মুখে পড়েছে তাঁদের জীবিকা, চাকরির স্থায়িত্ব, আর্থিক মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা।
এই পরিস্থিতিতে ফের আন্দোলনের পথে হাঁটছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহেই ব্যক্তিগত সাক্ষাতের সময় চেয়েছে তারা। পাশাপাশি সরকারকে চাপ দিতে ফের নবান্ন অভিযানের ডাকও দেওয়া হয়েছে।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, রাজ্যে সরকারি কর্মচারী ও পেনশনারদের এখনও প্রায় ৪০ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। সময় যত যাচ্ছে, বকেয়ার অঙ্ক ততই ফুলে-ফেঁপে উঠছে। অথচ কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছে, অসম সরকার সপ্তম পে কমিশনের ঘোষণা করেছে—সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের নিষ্ক্রিয়তায় কর্মীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে সংগ্রামী যৌথ মঞ্চ পাঁচ দফা দাবি জানিয়ে চিঠি দিয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে— নির্দিষ্ট সময়সীমা বেঁধে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন, নচেৎ কর্মী ও শিক্ষকরা সংশোধিত বেতন থেকে বঞ্চিত হবেন। ষষ্ঠ বেতন কমিশনের পার্ট–টু এখনও কার্যকর না হওয়ায় দ্রুত তা বাস্তবায়নের দাবি।
দীর্ঘদিন ধরে কাজ করা চুক্তিভিত্তিক ও পার্ট-টাইম কর্মীদের চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও নিয়মিতকরণের দাবি। AICPI সূচক অনুযায়ী দ্রুত বকেয়া ডিএ মেটানো, যাতে কেন্দ্র ও অন্যান্য রাজ্যের সঙ্গে আর্থিক সাম্য বজায় থাকে। সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা প্রায় ছয় লক্ষ শূন্যপদে স্বচ্ছ ও দ্রুত নিয়োগ।
সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের সক্রিয় হস্তক্ষেপ ও দিকনির্দেশ ছাড়া এই দীর্ঘদিনের অচলাবস্থা কাটার কোনও সম্ভাবনা নেই। সেই কারণেই জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে—আগামী ২৭ জানুয়ারির মধ্যে সরকার যদি কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তাহলে ফেব্রুয়ারিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে। সেই সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের ওপরই বর্তাবে বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ।
সব মিলিয়ে, নতুন বছর শুরু হলেও সরকারি কর্মীদের ডিএ আন্দোলন যে নতুন করে আরও তীব্র আকার নিতে চলেছে, তা এখন কার্যত স্পষ্ট।

