ডেবরা: রাস্তার ধুলো-কাদা, খানাখন্দে ভরা দৈনন্দিন যাতায়াত, আট বছর ধরে একই চিত্র। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও মেরামতির কাজ হয়নি। অবশেষে সোমবার সকাল থেকে ডেবরা-সবং রাজ্যসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধে নামলেন ইসলামপুর-মহেশপুর এলাকার গ্রামবাসীরা। ফলে গোদাবাজার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
গ্রামবাসীদের অভিযোগ, আট বছরেও হয়নি রাস্তা মেরামত ফলে ইসলামপুর থেকে মহেশপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা চরম বেহাল। ধুলো ও কাদায় মানুষ নাজেহাল। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ—সবাইকে বিপদ মাথায় নিয়ে রাস্তায় যাতায়াত করতে হয়। তাই বাধ্য হয়ে আজকের এই অবরোধ বলে দাবি।
স্থানীয়দের হুঁশিয়ারি, রাস্তার সংস্কারের কাজ অবিলম্বে শুরু না হলে এই আন্দোলন চলবে আরও জোরদারভাবে। যদি প্রশাসন উদ্যোগ না নেয় তবে এই পথ অবরোধ আরও দীর্ঘস্থায়ী হবে বলেই জানিয়েছেন গ্রামবাসীরা।


