বিধানসভা ভোটের আগে ফের বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা—এমনি জল্পনা উঠছে প্রশাসনিক মহলে। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ ১০০০ টাকা পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা করছে। তবে তার জন্য রাজ্যের উপর আর্থিক চাপ অনেকটাই বাড়তে পারে বলে সূত্রের খবর।
এদিকে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে হলে প্রথম কিস্তিতেই প্রায় ১১ হাজার কোটি টাকার বোঝা এসে পড়বে রাজকোষের উপর। এর সঙ্গে যদি লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দও একসঙ্গে বাড়ানো হয়, তবে রাজ্যের খরচ আরও অনেকগুণ বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন।
এই পরিস্থিতিতে কোথা থেকে অতিরিক্ত অর্থ জোগাড় করা হবে তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে নবান্ন। ফলে রাজনৈতিক লাভের স্বার্থে জনমুখী প্রকল্পে খুশি করা এবং আদালতের নির্দেশ মেনে রাজকর্মীদের সন্তুষ্ট রাখা—এই দুই চাপের মধ্যে জেরবার রাজ্য সরকার। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবে কীভাবে? চিন্তায় পড়েছে নবান্ন। Follow us