সিমলাপাল, বাঁকুড়া: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়েই চলেছে। সেই প্রভাবে বৃহস্পতির ভোরে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ সিমলাপাল সেতু শিলাবতী নদীর জলে ডুবে যায়। জলস্তর এতটাই বেড়ে যায় যে সেতুর উপর দিয়েই বইতে শুরু করে প্রবল স্রোত।
এদিন সেতু পার হতে গিয়ে মাঝপথে আটকে পড়ে তিনটি মালবোঝাই ট্রাক। বিপদের আশঙ্কায় চালক ও সহযাত্রীরা ট্রাকের ভিতরেই আটকে পড়েন। এর পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন তাঁদের।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। বিকল্প পথ চালুর চেষ্টা চলছে। এর ফলে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও সাধারণ যাত্রীরা।
সেতুর এই অবস্থা ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভও জমছে। তাঁদের প্রশ্ন, প্রতি বছর বর্ষায় যদি এমন হয়, তবে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা করছে না কেন প্রশাসন?