Panskura News, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আইসিডিএস কেন্দ্রের গাফিলতিতে গুরুতর স্বাস্থ্যঝুঁকির ঘটনা সামনে এল। রান্না করা খিচুড়িতে মিলল মরা পচা টিকটিকি। সেই খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে প্রায় ১১ জন শিশু। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার ময়নাডাল এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে শিশুদের খিচুড়ি খাওয়ানো হয়। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একাধিক শিশু বমি, পেটব্যথা ও অস্বস্তিতে ভুগতে শুরু করে। পরে খিচুড়ির হাঁড়ি পরীক্ষা করতেই সেখানে একটি মরা টিকটিকি দেখতে পান অভিভাবকরা।
তড়িঘড়ি অসুস্থ শিশুদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোট ১১ জন শিশুকে সেখানে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সকলেই চিকিৎসাধীন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আইসিডিএস কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে— রান্নার সময় কীভাবে খিচুড়িতে টিকটিকি পড়ল? খাওয়ানোর আগে কেন খাবার পরীক্ষা করা হল না? শিক্ষিকা ও রাঁধুনিদের নজরদারি কোথায় ছিল?
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাঁশকুড়া এক নম্বর ব্লকের বিডিও মোহন ভার্মা। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদের ক্ষোভ, ছোট শিশুদের পুষ্টির জন্য চালু হওয়া আইসিডিএস কেন্দ্রেই যদি এমন চরম অবহেলা হয়, তবে শিশুদের নিরাপত্তা কোথায়? ঘটনার পর এলাকায় আইসিডিএস পরিষেবার মান ও নজরদারি নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।

