ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আন্ধারী প্রাথমিক বিদ্যালয়। ২০১৬ সাল থেকেই ভবনের অবস্থা একেবারে ভগ্নদশা। দেওয়ালে বড় বড় ফাটল, ক্লাসরুমে নেই দরজা। ছাদ ও দেওয়াল থেকে খসে পড়ছে কংক্রিটের মসলা। বেরিয়ে পড়েছে মরচে ধরা লোহার রড। আর বর্ষার জলে ছাদজুড়ে ছোপ ছোপ দাগ। ফলে প্রতিদিন আতঙ্কে কাটছে পড়ুয়া থেকে শিক্ষক।
অভিভাবকদের অভিযোগ, একাধিকবার শিক্ষা দপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বছরের পর বছর পেরিয়ে গেলেও সংস্কার বা নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। অবশেষে সোমবার বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা।
তাদের দাবি “দ্রুত স্কুল ভবনের সংস্কার বা নতুন ভবন নির্মাণ করতে হবে। না হলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে।” চাপের মুখে অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস পাওয়ার পরই গেটের তালা খোলেন গ্রামবাসীরা।
অন্য দিকে বিদ্যালয় সূত্রে জানা গেছে, পড়ুয়াদের সুরক্ষার জন্য বর্তমানে পাশের আন্ধারী জুনিয়র হাইস্কুলের বারান্দায় ক্লাস চলছে। কিন্তু সেখানেও পড়াশোনায় নানান সমস্যা দেখা দিচ্ছে।