গোপীবল্লভপুর : দীর্ঘ ১০ বছর ধরে পানীয় জলের সমস্যা। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। তাই বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় নেমে পড়লেন গ্রামবাসীরা।
গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের লোহা মালিয়া চক। এখানেই নয়াগ্রাম-গোপীবল্লভপুর ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান রতিনগাড়িয়া এলাকার বাসিন্দারা। অভিযোগ, গ্রামের একমাত্র সাবমার্সিবল পাম্পটি বহুদিন ধরে বিকল। গ্রামে জলটানার কোনও ব্যবস্থা নেই।
গ্রামবাসীদের দাবি, “প্রশাসনকে জানালেও শুধু আশ্বাস মিলেছে, কাজ হয়নি, তাই বাধ্য হয়েই আমরা অবরোধে সামিল হয়েছি। — দ্রুত সমাধান না হলে আমদের এই আন্দোলন চলবে।”
এক ক্লিকে সব খবর Join
এক ক্লিকে সব খবরJoin
এক ক্লিকে সব খবর, সবার আগে Join
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গোপীবল্লভপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।