জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী Ashnoor Kaur আবারও আলোচনায়। কারণ তিনি এবারের Bigg Boss 19-এর সবচেয়ে কমবয়সী প্রতিযোগী। কিন্তু Ashnoor-এর যাত্রা শুধুই একটি রিয়্যালিটি শো-র মধ্যে সীমাবদ্ধ নয়। খুব অল্প বয়সেই নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।
আরো পড়ুন: মাথা ঘুরছিল নববধূর.. বিয়ের রাতেই প্রেগনেন্সি টেস্ট কিট হাতে দিল বর! তারপর যা ঘটল
মাত্র ৫ বছর বয়সে অভিনয় শুরু করেন Ashnoor। ২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক Jhansi Ki Rani-তে ছোট্ট ঝলক দিয়েই মুগ্ধ করেছিলেন দর্শকদের। এরপর একের পর এক জনপ্রিয় শো-তে অভিনয় করেছেন তিনি—Patiala Babes, Yeh Rishta Kya Kehlata Hai এবং আরও অনেক জনপ্রিয় প্রোজেক্টে তাঁর মুখ দর্শকরা দেখেছেন। ছোটপর্দায় ক্যারিয়ারের পাশাপাশি Ashnoor মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের জগতে নিজের অবস্থান পাকা করেছেন।
শুধু তাই নয় অভিনয়ের পাশাপাশি শিক্ষাতেও পিছিয়ে নেই Ashnoor Kaur। ক্লাস ১০-এ পেয়েছিলেন 93%, আর ক্লাস ১২-এ 94%। এবং পরে Mass Media নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন। নিজের সাফল্যের মাপকাঠি শুধু অভিনয় বা জনপ্রিয়তা নয়, পড়াশোনাতেও সমান মনোযোগী ছিলেন Ashnoor। এর থেকে সবথেকে বড় সাফল্য ১৯ বছর বয়সেই মুম্বাইয়ে নিজের স্বপ্নের বাড়ি কিনেছেন, আর তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ ছাড়ও নিজের আয়ের টাকায় গাড়ি কিনেছেন। এত অল্প বয়সে এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।
এই প্রথমবার কোনও রিয়্যালিটি শো-তে পা রাখলেন Ashnoor Kaur। শো শুরুর আগে অভিনেত্রী জানান, “অনেকবার আমন্ত্রণ এসেছিল, কিন্তু আমি চাইছিলাম কলেজ শেষ হোক। এবার মনে হলো সঠিক সময় এসেছে।” Ashnoor-এর কথায়, Bigg Boss মঞ্চে নিজের প্রকৃত ব্যক্তিত্ব দেখানোর সুযোগ মিলবে, যা ভক্তদের জন্য এক বড় চমক। হিনা খান তাঁকে বলেছিলেন, “নিজের কাজের দায় নিজেই নিতে হবে, সেটা সঠিক বা ভুল যাই হোক।”
Ashnoor Kaur সোশ্যাল মিডিয়ায়ও জনপ্রিয়তার শীর্ষে। তাঁর ইনস্টাগ্রামে এখন কোটি কোটি ফলোয়ার। Bigg Boss শো ভেতরে পা রাখার পর থেকেই তাঁর নাম ট্রেন্ডিং লিস্টে উঠে এসেছে। Ashnoor-এর এই যাত্রা প্রমাণ করে যে সাফল্য বয়সের উপর নির্ভর করে না, পরিশ্রম আর একাগ্রতাই আসল চাবিকাঠি। অভিনয়, পড়াশোনা এবং ব্যক্তিগত অর্জন—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।